জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টায়। জামাতে অংশ নিয়েছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।
নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এরপর দোয়া ও মোনাজাতে মহামারি করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়।
বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রতিটি জামাত শুরু হওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে ঢোকানো হয়। বিশেষ করে মাস্ক পরতে কড়াকড়ি দেয়া হয়েছে। যাদের মুখে মাস্ক নেই তাদের বিনামূল্যে মাস্ক দিচ্ছে মসজিদ কর্তৃপক্ষ।
প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।
শুক্রবার সকাল ৮টায় দ্বিতীয় জামাত শুরু হয়। এরপর সকাল ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় আরো তিনটি জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া রাজধানীজুড়ে পাড়া-মহল্লার মসজিদগুলোতেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
দৈনিক সানরাইজ বাংলা/ সাইফুল-শাওন