করোনাভাইরাসের টিকা নিয়েছেন, এমন ব্যক্তিদের মাস্ক ছাড়া থাকার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র। দুই ডোজ টিকা সম্পন্ন করা সবাই বেশিরভাগ জায়গাতেই মাস্ক ছাড়া যেতে পারবেন। বৃহস্পতিবার নতুন এ নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। বিষয়টিকে যুক্তরাষ্ট্রের জন্য বিশাল সুখবর বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রোজ গার্ডেনের সংবাদ সম্মেলনে তিনি মাস্ক ছাড়াই অংশ নেন। সিডিসি’র নির্দেশনা বলছে, টিকা নেয়া ব্যক্তিদের জন্য ঘরে-বাইরে বেশিরভাগ জায়গায় মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তবে জনাকীর্ণ বাস, প্লেন বা হাসপাতালে এখনো মাস্ক ব্যবহারের পরামর্শ তাদের। দ্রুত সবাইকে দুই ডোজ টিকা গ্রহণের পরামর্শও দিয়েছে সিডিসি। সংক্রমণ ও মৃত্যু কমার পর, যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জীবনে ফেরার জন্য চাপ বাড়ছে প্রশাসনের ওপর।