সাভারের মসজিদগুলোতে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ শুক্রবার (১৪ মে) সকালে সাভারের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।প্রায় প্রতিটি মসজিদেই একের অধিক জামাতের মধ্যে দিয়ে নামাজ অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত শেষে করোনা মহামারি থেকে মুক্তি এবং দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের বিশেষ করে চীনের উইঘুর, ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দেশ ও জাতির সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত করা হয়।
এর আগে দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টায়।
বায়তুল মোকাররমে দ্বিতীয় জামাত শুরু হয় সকাল ৮টায়। এরপর সকাল ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় আরো তিনটি জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দেশজুড়ে পাড়া-মহল্লার মসজিদগুলোতেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
দৈনিক সানরাইজ বাংলা/ সাইফুল-শাওন