জামায়াতের কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়ায় তার নিজ বাড়ি থেকে শুক্রবার মধ্যরাতে ১৫ই মে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। তবে পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।