এফএ কাপ প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়লো লেস্টার সিটি। দলের হয়ে শিরোপা জিতে ইতিহাসে নাম তুললেন হামজা বংশোদ্ভূত চৌধুরী।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গ্যালারিপূর্ণ কয়েক হাজার দর্শকের সামনে ফাইনালে ইসরাইলের চেলসিকে হারাল ইংলিশ ক্লাব লেস্টার সিটি।
৫২ বছর পর ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করেনি ইংলিশ ক্লাবটি।
চেলসিকে ১-০ তে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপের মুকুট পরল ব্রেন্ডেন রজার্সের দল। আর এই মহারণের সাক্ষী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী।
উৎসব চলাকালিন দুই মুসলিম খেলোয়াড় নিরপরাধ ফিলিস্তিনিদের পতাকা হাতে তুলে নেন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এভাবেই। বড় মঞ্চে এমন নজির সাধারণত দেখা যায় না। যা করে দেখালেন হামজা-ফোফানা।
হামজার জন্ম লেস্টারে। তার বাবা গ্রানাডার বংশোদ্ভূত, মা বাংলাদেশের।
প্রসঙ্গত, এর আগে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ করেন মুসলিম ফুটবলাররা। মিসরের ফুটবলার মোহাম্মদ সালাহ ফিলিস্তিনে ইসরায়েলি নির্যাতন বন্ধে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন রিয়াদ মাহারেজ, সাদিও মানে ও চিলিয়ান ক্লাব দেপোর্তিভোরাও।
চিলির পেশাদার ক্লাব দেপোর্তিভো ফিলিস্তিনো ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক কেফিয়েহ পড়ে ফুটবলাররা মাঠে নেমেছিলেন। লিভারপুলের সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে একটি ছবি টুইট করেছেন, যাতে লেখা, ‘ফ্রি প্যালেস্টাইন’। প্রতিবাদ জানিয়েছেন ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজও। ফিলিস্তিনের পতাকার একটি ছবির সঙ্গে শেখ জারাহকে বাঁচানোর আকুতি জানান তিনি।