1. admin@dailysunrisebangla.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:২৪ অপরাহ্ন

ভারত থেকে আসা আক্রান্ত দুজনকে আলাদা রাখা হয়েছে: পরিচালক

দৈনিক সানরাইজ বাংলা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৭৭ বার পঠিত

ভারত থেকে আসা দুইজনের করোনা হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক।

ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানিয়েছেন তারা দুজন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে তিনি জানান, দুজনকেই আলাদা রাখা হয়েছে। তাদের এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।

হাসপাতালের পরিচালক আরও বলেন, এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে যার মধ্যে ৪০ জন আছে আইসিইউতে। অসচেতনতার কারণে ঈদযাত্রার পরে রোগীর সংখ্যা বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park