মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ২৮৪ জন।
একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৪৫৭ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৮৫ হাজার ১৯৪ জন।
বৃহস্পতিবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৪৩৭টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও এক হাজার ৪৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার সাত দশমিক ৫০ শতাংশ।
গতকাল ৩৭ এবং গত পরশুদিন ৩০ জনের মৃত্যু হয়।