গত কয়েক দিন ধরেই চলছে তাপমাত্রার উর্ধগতি। গরমে নাকাল নগরবাসী। বছরের এ সময়টাতে, সাধারণ আকাশ থাকে মেঘলা। কিন্তু, এখন আকাশজুড়ে শুধুই তপ্ত রোদ্দুর। এই গরমে, গত কয়েক দিন ধরেই চলছে তাপমাত্রার উর্ধগতি। গরমে নাকাল নগরবাসী। বছরের এ সময়টাতে, সাধারণ আকাশ থাকে মেঘলা। কিন্তু, এখন আকাশজুড়ে শুধুই তপ্ত রোদ্দুর। গত কয়েক দিন ধরেই চলছে তাপমাত্রার উর্ধগতি। গরমে নাকাল নগরবাসী। বছরের এ সময়টাতে, সাধারণ আকাশ থাকে মেঘলা। কিন্তু, এখন আকাশজুড়ে শুধুই তপ্ত রোদ্দুর। এই গরমে, হাসফাস অবস্থা খেটে খাওয়া মানুষের। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশ জুড়ে চলছে মৃদু দাবদাহ। তাপমাত্রা উঠানামা করছে ৩২ থেকে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। সেই সাথে বাতাসের আদ্রতা ৭৫ শতাংশের বেশি হওয়ায়, তাপ অনুভূত হচ্ছে বেশি।
এই দিকে মানিকগঞ্জ থেকে ঢাকায় বেরাতে আসা মাহবুবুর রহমান হিরা সাহেব বলেন এই গরমে কোন কাজ করতে পারছিনা অনেক বেভারেজ ও মিনারেল পানি খেতে হচ্ছে , তবে তিনি আরো বলেন ইজরাইলি পণ্য বয়কট করেছি দেশিয় বেভারেজ খাচ্ছি । আর কিছু না পারলেও অন্তত এই টুকু করতে পেরেও নিজের কাছে অনেক সান্তি পাচ্ছি।প্রচণ্ড গরম ও আবহাওয়া পরিবর্তন হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় হাসপাতালে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলছে ।তবে সুস্থ থাকার জন্য প্রচুর পানি পান করার পরামর্শ চিকিৎসকদের ।সেই সাথে বাসি খাবার না খাওয়ার পরামর্শ ।