বাংলাদেশকে ২৮৭ রানের চ্যানেলঞ্জ ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। শুরু থেকেই দারুণ খেলে শ্রীলঙ্কা। প্রথম উইকেটের জুটিতে তুলে ফেলে ৮২ রান। তাসকিনের জোড়া আঘাতেও ভেঙে পড়েনি দল। কুশল পেরেরার সেঞ্চুরির সঙ্গে ধনাঞ্জয়া ডি সিলভার ৫৫ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। তিনটি অর্ধশতাধিক রানের জুটিতে বড় রান করতে পারে শ্রীলঙ্কা। অবশ্য তিনবার সেঞ্চুরিয়ান কুশল পেরেরাকে জীবন না দিলে গল্পটা ভিন্ন হতো। বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন তাসকিন। তিনি ৯ ওভারে ৪৬ রান দিয়ে নেন ৪ উইকেট।
মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে একাদশে জায়গা পেয়ে নিজেকে চিনিয়েছেন তাসকিন আহমেদ। ৯ ওভারে ৪৬ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। তাসকিনের ছাড়া উইকেট উদযাপন করেছেন কেবল শরিফুল ইসলাম। ৮ ওভারে ৫৬ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। আগের দুই ম্যাচে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সাকিব আল হাসানও উইকেট পাননি। ১০ ওভারে খরচ করেছেন ৪৮ রান।