ধামরাইয়ে বাস সিএনজি মোখমুখি সংঘর্ষে পোশাক শ্রমিকের মৃত্যু। ধামরাইয়ে অজ্ঞাত বাস ও সিএনজি সংঘর্ষে কবির হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (০৮ জুন) দুপুর ১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এরআগে, সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন টাঙ্গাইলের নাগরপুর এলাকার বাসিন্দা। সে ধামরাইয়ের রাইজিং গার্মেন্টস শ্রমিক। পুলিশ জানায়, সকালে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক রাস্তা পারাপার হচ্ছিলো কবির হোসেন।
এসময় মানিকগঞ্জ গামী একটি বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ভেতরে চাপা পড়ে গুরুতর আহত হন কবির। পরে তাকে এলকাবাসী উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহত কবির হোসেন সাভার এনাম মেডিকেলে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।