1. admin@dailysunrisebangla.com : admin :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ন

করোনায় মৃত্যুর পরিমাণ একশ’র নিচে নেমে এসেছে ভারতের পশ্চিমবঙ্গে

সানরাইজ বাংলা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৫৪ বার পঠিত
দীর্ঘ ৩৬ দিন পর এই প্রথম করোনায় মৃত্যুর পরিমাণ একশ’র নিচে নেমে এসেছে ভারতের পশ্চিমবঙ্গে । করোনা সংক্রমণ রোধে গত ১৬ মে থেকে জারি রয়েছে কঠোর বিধিনিষেধ। রাজ্যে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। বেড়েছে সুস্থতার হারও।  
সর্বশেষ গত ৩ মে দৈনিক মৃত্যু ১০০’র নিচে নেমেছিল। মঙ্গলবার (৮ জুন) রাজ্যের স্বাস্থ্য দফতরের দেয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৬০ জনে।
একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও পাঁচ হাজার ৪২৭ জন। এর মধ্যে কলকাতা শহরে ৫২৮ জন। কয়েক দিন আগেও কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা তিন হাজারেরও বেশি ছিল। সংক্রমণের দিক দিয়ে এদিন অবশ্য কলকাতাকে ছাড়িয়ে গেছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে এক হাজার ১০৯ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় সেই সংখ্যা ৩৪১ জন। হাওড়ায় ৩০২ জন এবং হুগলিতে ২৪৪ জন আক্রান্ত হন।রাজ্যের অন্যান্য স্থানে সংক্রমণ আগের তুলনায় কমে গেলেও উদ্বেগ কমছে না রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিংয়ে।
২৪ ঘণ্টায় সেখানে ২৪৮ জন করোনা পজিটিভ হয়েছেন। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৭ হাজার ৪৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২৯০ জন। সুস্থদের মধ্যে উত্তর ২৪ পরগনায় এক হাজার ৫১৬ জন, কলকাতায় ৮৩৯ জন। এ নিয়ে পশ্চিমবঙ্গে করোনামুক্ত হয়েছেন মোট ১৪ লাখ এক হাজার ৬১ জন।
বর্তমানে সুস্থতার হার ৯৭.৪৭ শতাংশ।সুস্থতার হার বাড়ার পাশাপাশি রাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে।
বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৯ হাজার ৯২৫ জন। দেশজুড়ে টিকাদানের পাশাপাশি ব্যাপকভাবে চলছে করোনা পরীক্ষা। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৬০ হাজার ১৭৬ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park