আজ সোমবার সকালে সাভার থানায় ব্যবসায়ি নাছির উদ্দিন সহ ৬ জন আসামি করে মামলা দায়ের করেন পরীমনি ।
সোমবার (১৪ জুন ) দুপরে নাছির উদ্দিন নামে এই ব্যবসায়িকে তার উত্তরা বাসা থেকে গ্রেফতার করা হয়েছে । বাকিদের একই জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে বলে সানরাইজ বাংলা কে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জুগ্ন কমিশনার হারুন অর রশিদ ।এ সময় নাছির উদ্দিনের বাসা থেকে মাদক উদ্ধার ও করা হয় বলে জানায় পুলিশ ।গ্রেফতার কৃতদের সবাইকে গোয়েন্দা বিভাগে কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ।