করোনার ভয়াল থাবায় জিম্মী সারা বিশ্ব। প্রতিদিন দীর্ঘ হতে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। সারা বাংলাদেশে স্বাস্থ্যবিধি পরিপালন সহ সরকারী বিধি নিষেধ মেনে বেশকিছু সে পরিস্থিতিতে সকলের জন্য মাস্কের ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সরকারী-বেসরকারী বিভিন্ন পর্যায় থেকে। করোনা পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জ সদর উপজেলাধীন দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা তার ইউনিয়নের সর্বসাধারনের মাঝে স্বাস্থ্য সচেতনতা সহ সরকার নির্দেশিত বিভিন্ন কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করে আসছেন। তারই ধারাবাহিকতায় গত ১৪জুন বিকেলে দিঘী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সর্বসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা, ইউপি সদস্য মোঃরফিকুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম ওহাব, মোঃ জাফর শিকদার, লিলি বেগম, সমাজ সেবক
মোঃ আব্দুস সালামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।