মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস কে পৌরসভার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গত রবিবার বিকালে পৌরসভা প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো:রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী
আফরোজা নাসরিন, মেয়রের সহধর্মিনী আফরোজা রমজান, জেলা আ’লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুছাম্মদ শাহীনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন,
জেলা মহিলা আ’লীগের সভানেত্রী নীনা রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, যুগ্ম সাধারন সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, যুগ্ম সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সদর উপজেলা আ’লীগের সভাপতি ইসরাফিল হোসেন ।
সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, সাবেক প্যানেল মেয়র আরশেদ আলী বিশ্বাস, প্যানেল মেয়র-২ তছলিম হৃদয়, প্যানেল মেয়র-৩ ডা: জেসমিন আক্তার, নারী সংরক্ষিত কাউন্সিলর নাজমা আক্তার, রাজিয়া সুলতানা, কাউন্সিলর আবুল কালাম আজাদ মাষ্টার, কাউন্সিলর কবির হোসেন, শায়েখ শিবলী, নুরুল ইসলাম সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।