চট্টগ্রামে আরো ৯১ হাজার টিকা পৌঁছিয়েছে । আজ (১৮ জুন ) শুক্রবার চিনের প্রস্তুত কৃত করোনাভাইরাস প্রতিষেধক সিনফারমের । ডাক্তার ফজলে রাব্বি বলেন , সিনফারমের ৯১ হাজার ২০০ ডোজ টিকা আজ আমরা হাতে পেয়েছি বলে সানরাইজ বাংলা কে বলে নিশ্চিত করেন ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায় চট্টগ্রামের ৫ জেলার জন্য মোট ১ লক্ষ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে । ৯১ হাজার ২০০ ডোজ চট্টগ্রাম জেলার জন্য ।কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ ,রাঙ্গামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং ৩ হাজার ৬০০ ডোজ টিকা বরাদ্দ দেয়া হয় বান্দরবান জেলার জন্য ।