গত সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দেন । তিনি বলেন , দেশের ব্যাপকহারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৭ জেলায় আজ মঙ্গলবার (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর লকডাউন বলবত থাকবে ।
যে ৭ জেলায় কঠোর লকডাউন ঃ জেলাগুলো হলো – গোপালগঞ্জ ,নারায়ঙ্গঞ্জ,মুন্সিগঞ্জ, গাজীপুর,মানিকগঞ্জ,মাদারিপুর ও রাজবাড়ী । এই জেলাগুলো তে বন্ধ থাকবে সকল ধরনের গন পরিবহন । এ সময় শুধুমাত্র আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন- খাদ্যদ্রব্য ও খাদ্যশস্য প্রিবহন,ত্রান বিতরন,স্বাস্থসেবা,কোভিড-১৯ টিকা প্রদান বিদ্যুত-পানি-গ্যাস,ফায়ার সার্ভিস , টেলিফোন, ইন্তারনেত,গনমাধ্যম ,ডাক সেবা,পন্যবাহি ত্রাক,বেসরকারী নিরাপত্তা ব্যবস্থা নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
Good job