মানিকগঞ্জ সদরের দিঘী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন । ভূমি সেবা সপ্তাহ’২১ উপলক্ষে সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়। ভার্চুয়ালভাবে ভূমি অফিসের নতুন এই ভবনের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, দিঘী ইউপি চেয়ারম্যান আঃ মতিন মোল্লা, দিঘী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আঃ রাজ্জাক গাজী প্রমুখ। উল্লেখ্য ভূমি সহকারী কর্মকর্তা আঃ রাজ্জাক দিঘী ইউনিয়নের ভূমি অফিসে যোগদানের পর থেকে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করাসহ জনগনের হয়রানী লাঘবে ভূমি সংক্রান্ত কাজে শতভাগ সেবা দিয়ে আসছেন।