লক ডাউন ঘোষণার পর মানুষের মাঝে ঢাকা ছাড়ার হিড়িক পরে গেছে । দুর পাল্লার পরিবহন বন্ধ থাকলে ও পায়ে হেটে গন্তব্যে পৌঁছানো চেষ্টা করছে মানুষ । এ দিকে প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজর দারি মধ্যেও রাজধানীতে মানুষের প্রবেশ ঠেকানো যাচছে না ।মিলন নামে এক ব্যাক্তি সানরাইজ বাংলা কে বলেন আমাদের কে বারি থেকে বের হতে দিবে না আমারা কই খাবো কি করবো অনেক মানুষের একই কথা ।ঢাকা ছাড়ছেন যেমন তেমণ প্রবেশ করছে অনেক মানুষ ,কিছুতেই ঠেকানো যাচ্ছে না ঢাকায় প্রবেশ।