মানিকগঞ্জে জাসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খানের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তাঁর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গত ২৬জুন সকাল ১১.০০ টার সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলী জানানোর পরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। “দুর্নীতি ও বৈষম্যের অবসান কর, সুশাসন ও সমাজতন্ত্রের পথ তৈরি কর”। এই শ্লোগানকে সামনে রেখে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, জেলা কমিটির সহ সভাপতি শাহিনারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, জেলা জাসদের সদস্য এ্যাডঃ নজরুল ইসলাম বাদশা, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিবালয় উপজেলার সভাপতি কে এম ওবায়দুল ইসলাম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন লিটন, সদর উপজেলা জাসদের সভাপতি সালাম আহমেদ, পৌর জাসদের সভাপতি ইজাজুল হোসেন খান বরসাত, জেলা যুব জোটের সভাপতি মোঃ আমিনুল ইসলাম কহিনুর,সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ইকবাল খান, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি অনন্ত খানসহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।