1. admin@dailysunrisebangla.com : admin :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:১৬ পূর্বাহ্ন

কোপায় গ্রুপ পর্বের খেলা শেষে হঠাৎ দেশে ফিরছেন মেসিরা

দৈনিক সানরাইজ বাংলা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৯৭ বার পঠিত

কোপা আমেরিকার আসর ব্রাজিলে ভয়াবহ করোনা সংক্রমণের মাঝেই চলছে।এর মধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা ‘এ’ গ্রুপের শীর্ষ দল। পরশু ভোরবেলায় নিয়মরক্ষার ম্যাচে তারা বলিভিয়ার মুখোমুখি হবে। আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেই নাকি লিওনেল মেসিরা তাদের দেশে ফিরে যাবেন! যদিও এর পেছনে কোনো কারণ প্রকাশ করা হয়নি।

আগামী ৩ জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। তাই সেই ম্যাচের আগে তাদের হাতে বেশ কদিন সময় আছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত মেসিরা নাকি বৃহত্তর বুয়েনস আইরেস অঞ্চল অধিভুক্ত শহর এজেইজায় থেকে অনুশীলন করবেন। তারপর আবারও ফিরবেন ব্রাজিলে। এর আগে জানা গিয়েছিল, নিজ দেশেই মেসিরা কোপার ক্যাম্প করেছে। সেখান থেকে ব্রাজিলে গিয়েই তারা ম্যাচগুলো খেলবে।

কিন্তু উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা দল ব্রাজিলেই ছিল। মাঝে দুই দিন বিরতির পর তারা আবার প্যারাগুয়ের মুখোমুখি হয়েছে। উল্লেখ্য, এখন পর্যন্ত আর্জেন্টিনার ছয়জন ফুটবলার হলুদ কার্ড দেখেছেন। তাই বলিভিয়ার বিপক্ষে একাদশ সাজাতে স্কলোনিকে বেগ পেতে হচ্ছে। কোয়ার্টার ফাইনালের জন্য মেসিকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। এদিকে করোনায় ব্রাজিলে মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park