ঢাকার ধামরাই থানাধীন বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রাম এলাকা থেকে ৩২গ্রাম হিরোইনসহ মাদক সম্রাট মোঃ খোকন(৩৫) নামে আটক করেছেন মানিকগঞ্জ র্যাব ৪। সোমবার(২৮জুন) দিনগত সন্ধ্যায় বাস্তা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক স্ম্রাট খোকন আটক করা হয়।
মানিকগঞ্জ র্যাব ৪ এর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মোঃ আরিফ হোসেন তথ্য নিশ্চিত করছেন।আটককৃত খোকনের বাড়ী ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রামের মোঃ মোস্তফার ছেলে। র্যাব ৪ এর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মোঃ আরিফ হোসেন বলেন, আজ সোমবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়,খোকন একজন মাদক ব্যবসায়ী।
সেই সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা ৭ টার সময় বাস্তা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে খোকন নামে এক মাদক ব্যাবসায়ীকে ৩২ গ্রাম হিরোইনসহ আটক করা হয়। এই বিষয়ে র্যাব-৪ এর সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মোঃ আরিফ হোসেন বলেন.জিজ্ঞাসাবাদে জানত পারি খোকন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।গোপন সংবাদের ভিত্তিতে বাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকের চালান ৩২গ্রাম হিরোইনসহ খোকনকে আটক করি। মাদক ব্যবসায়ী খোকনের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়তন্ত্র আইনে মামলা দায়ে করা হবে।