সারা বাংলাদেশের ন্যায় ঢাকার ধামরাই করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের জারী করা বিধি নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গ্লোবাল নামে গার্মেন্টস কারখানার দুটি ড্রাইভার বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত শ্রমিক বহর করার কারণে দুটি বাসের ড্রাইভার মোঃ ইমন(২৬),এবং মোঃ সম্রাট (৩০) নামে দুই জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০হাজার টাকা এবং সেই সাথে ধামরাই পৌরশহরের বিভিন্ন স্ট্যান্ডে দোকান খোলা রাখা এবং মাক্স না পড়ে বাহিরে অযথা ঘোরাঘুরি করায় ১২জনকে ১০টাকা জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার (০১জুলাই)সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ধামরাই বাজারে গার্মেন্টস এর কারখানার দুটি বাসের ড্রাইভারকে ৫০হাজার এবং বাহিরে আযথা ঘোরাঘুরি করায় দোকান খোলা রাখায় ১২জনকে১০হাজার টাকা মোট ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অন্তরা হালদার বলেন, ধামরাই বাজার দিয়ে গ্লোবাল গার্মেন্টস কারখানার দুটি বাস বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন করে এবং দুটি গাড়ীর কোন কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ড্রাইভার ইমন ও সম্রাট ৫০হাজার টাকা এবং ধামরাই পৌর শহরের বিভিন্ন জায়গায় দোকান খোলা আযথা বাহিরে ঘোরাঘুরি করায় ১২জনকে ১০টাকা মোট ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে ।