সারা বাংলাদেশের ন্যায় ঢাকার ধামরাই করোনাভাইরাস সংক্রমরোধে সরকারের জারী করা বিধিনিেিষধ বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পৌরশহর সহ উপজেলার বিভিন্ন জায়গায় বাহিরে অযথা ঘোরাঘুরি করায় ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৬টি মামলায় ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (০২জুলাই) বিকাল ৫টার সময় ভ্রম্যমান আদালত পরিচালনা করে ধামরাই উপজেলার বিভিন্ন জায়গায় চায়ের দোকানে, অযথা বাহিরে ঘোরাঘুরি করার কারণে ২হাজার টাকা জরিমানা করা হয়। এই ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার সানরাইজ বাংলা কে বলেন , ধামরাই উপজেলার বিভিন্ন বাজারে চায়ের দোকানে বিধিনিষেধ উপেক্ষা করে লোকজন জড়ো হয়ে বসে চা খায়তে ছিলেন এবং বাহিরে অযথা ঘোরাঘুরির কারণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৬টি মামলায় চায়ের দোকানসহ কয়েকজনকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।