ঢাকার ধামরাইয়ে কঠোর লকডাউনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৫ টি মামলায় ৯শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(০৭জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এসব মামলায় জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার। লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মাস্ক ছাড়া বাইরে ঘুরাঘুরির অপরাধে হারুনুর রশিদ, আশরাফ আলী, মাসুম, কাদের মোল্লা,আব্দুল আলিম কে বিভিন্ন অংকের মোট ৯শত টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার সানরাইজ বাংলা কে জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়,গেল বৃহস্পতিবার ০১ জুলাই থেকে কঠোর লকডাউন দেয়া হয় যা ১৪ ই জুলাই পর্যন্ত বলবত থাকবে । লকডাউনের সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে আমরা উপজেলা প্রশাসন মাঠে রয়েছি। সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এ কার্যক্রম চলমান থাকবে।