ঢাকার ধামরাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে করোনায় পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার(১০জুলাই) সকাল ১২ টার সময় ধামরাই উপজেলার কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে করোনায় পিছিয়ে খেটে-খাওয়া ৩০টি পরিবারের মাঝে চাল, ডাল, চিনি,তেল,সেমাই,লবণ বিতরণ করেছেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল কাজী মোঃ কাওসার জাহান পিএসসিজি।ত্রাণ বিতরণ কালে সাভার সেনানিবাসের ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির লেঃ কর্নেল কাজী মোঃ কাওসার জাহান পিএসসিজি বলেন,দেশ ও জনগণের সবায় বাংলাদেশ সেনা বাহিনী সর্বদা নিয়োজিত।
দেশের এই ক্রান্তিলগ্নে সেনা সদরের নির্দেশনায় বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে সেনাবাহিনী দেশের সর্বত্র কাজ করছে।
এই সময় উপস্থিত সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা বলেন, প্রশাসনের পাশাপাশি করোনা মোকাবিলায় সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালনে ধামরাই বাসি সন্তুষ্ট।শুধু তাই নয় দেশের যেকোনো দূর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সামনে থেকে কাজ করে দেশের উন্নয়নের অগ্রণী ভুমিকা পালন করছে।