ঢাকার দক্ষিন এবং উত্তর সিটি কর্পোরেশন এর হাটের প্রস্ততি প্রায় শেষ ।আবার রাজধানিতে ২০ টি যায়গায় হাট বসছে ।হাটে ১৭ জুলাই থেকে বিক্রি শুরু করবে ,এর আগে কেউ চাইলেই বেচা বিক্রি করতে পারবে না ।ঢাকার দক্ষিন সিটি কর্পোরেশনের যে সব যায়গায় হাট বসছে উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেটের বাজার ,মৈত্রী সংঘের ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা , গোলাপবাগ মাথ,লালবাগ রহমতগঞ্জ আফতাব নগর ,মেরাদিয়া,দনিয়া কলেজ ,হাজারীবাগ ,পোস্তগোলা ,ধুপখোলা ,ধোলাইখাল এর পাশে পাশে খালি জায়গা ।
ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের যে সব যায়গায় হাট বসছে বাড্ডা ,উত্তরখান,গাবতলি,উত্তরা,ভাটারা,বছিলা,কাওলা,৩০০ ফিট সড়ক সংলগ্ন ও হাট বসবে।সকল বিধি মেনে হাটে প্রবেশ করতে হবে ,গায়ে জ্বর থাকলে হাটে প্রবেশ করা যাবে না ,বয়স্ক,শিশু ও অসুস্থ ব্যাক্তিরা হাটে প্রবেশ করতে পারবে না ।