গত রাতে রেল মন্ত্রণালয় জানায়, ১৫জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত অর্ধেক আসন ফাঁকা নিয়ে যাত্রাবাহী ট্রেন চলাচল করবে।
এ ক্ষেত্রে অনলাইনে টিকিট বিক্রি হবে আজ থেকে। রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, কোন কোন ট্রেন চলবে এবং ট্রেন চলাচলের বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেবে রেল কর্তিপক্ষ । সব ট্রেন চলাচল করবে না, এটা প্রায় নিশ্চিত
৩০ থেকে ৩২ জোড়া ট্রেন চালু করা হতে পারে। এ ক্ষেত্রে আন্তনগর ট্রেনগুলোকেই প্রাধান্য দেওয়া হবে। অনলাইনে টিকেট কেনায় ভোগান্তির কথা বলেছে মাহবুব নামে এক ব্যাক্তি ,এ বিষয়ে রেলমন্ত্রি বলেন ,এটা তেমন খুব একটা বিষয় না ৫০ লাখ লোক যদি এক সাথে টিকেট কাটার চেষ্টা করে তা হলে এ সমস্যা হতেই পারে।
ঈদকে ঘিরে আজ ১৫জুলাই থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট মধ্যরাত পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ দেওয়ার কথাও জানিয়েছে সরকার ।