গাজীপুরে বেতনের দাবিতে স্টাইল ক্র্যাফট লিমিটেডের শ্রমিকরা আজ সকাল থেকে ঢাকা জয়দেবপুর সড়ক অবরোধ করে ।
গাজিপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান গতকাল সকালে ও তারা পাওনা আদায়ের জন্য বিক্ষোভ করে আজ ও করতেছে । কারখানার শ্রমিক বলেন বার বার মিথ্যা আশ্বাস দিচ্ছে পাওনা টাকা দিয়ে দিবে এখন ও জুন মাসের বেতন পরিশোধ করেনি তাই আমরা আমাদের ন্যায্য দাবিতে রাস্তায় নেমেছি ,আমাদের বকেয়া বেতন দিয়ে দিলেই আমাদের পাওনা আমরা পেয়ে যায় এই ভাবেই শ্রমিকরা বলতেছিল সানরাইজ বাংলাকে ।