1. admin@dailysunrisebangla.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৫২ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজস্ব পরিবহনে বাড়ি ফিরছেন

দৈনিক সানরাইজ বাংলা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৫৯ বার পঠিত
আজ  সোমবার পর্যন্ত ৪৮টি বাসে করে শিক্ষার্থীদের নিজ শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন । এসব পরিবহনে বিশ্ববিদ্যালয় প্রায় তিন হাজার শিক্ষার্থী পরিবহন–সুবিধা পান। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল, প্রক্টর ও ছাত্রকল্যাণ দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।
 জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজস্ব পরিবহনে বাড়ি ফিরছেন বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা। গতকাল রোববার বরিশাল ও খুলনা বিভাগ এবং আজ সোমবার চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের  বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি ঢাকা বিভাগের জেলাগুলোয় অবস্থানরত শিক্ষার্থীরাও এসব বাসে বাড়ি ফিরবেন। পরিবহন পুলের প্রশাসক আবদুল্লাহ্–আল্–মাসুদ বলেন, শিক্ষার্থীদের বাড়ি ফেরায় কোনো ঝুঁকি নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন বাসের পাশাপাশি দূরের পথগুলোয় সরকারি পরিবহন সেবার মাধ্যমে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয়।
এই পরিকল্পনার সম্পূর্ণ খরচ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাজেট থেকে সমন্বয় করা হচ্ছে। উল্লেখ করার মতো তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি শিক্ষার্থীদের। দেশের আটটি বিভাগের প্রধান জেলাগুলোর যেখানেই শিক্ষার্থীদের সুবিধা ছিল, সেখানেই পৌঁছে দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের স্বচ্ছন্দ এবং নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করতে পারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য অত্যন্ত আনন্দের। তাঁদের নিজ এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকতে অনুরোধ করা হচ্ছে। শিক্ষার্থীদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপত্তা নিশ্চিত করে সম্পূর্ণ যাত্রা নিশ্চিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত ©২০২১ দৈনিক সানরাইজ বাংলা
Theme Customized BY Shakil IT Park