লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। হে পরম করুণাময়, তোমার দরবারে বান্দা হাজির’। এ ধ্বনিতে মুখর পবিত্র আরাফার ময়দান। এদিন হজের মূল আনুষ্ঠানিকতায় মহামারি থেকে রক্ষা, আত্মশুদ্ধি এবং পাপমুক্তির দোয়া করা হয়। আরাফাতের খুৎবায় বিশ্ব শান্তি কামনা করেন মসজিদুল হারামের খতিব শায়খ ড. বান্দার বিন আবদুল আজিজ বালিলা। জোর দেন, মুসলিমদের বিনয়ী আচরণ ও ঐক্যের প্রতি।