ঢাকার ধামরাইয়ে ৩কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ২মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৪।এসময় মাদক বিক্রির নগদ ৭০৫ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার(১৯জুলাই)রাত ৮ টার সময় ধামরাই উপজেলার সদর ইউনিয়নের স্বর্ণখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মোঃ ইদ্রিস আলী খানঁ(৩৮) এবং সাভার উপজেলার আশুলিয়া থানার মাধবগঞ্জ গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মোঃ আবু হুরায়রা (৪০)।
র্যাব সুত্রে জানায়, ধামরাই উপজেলার সদর ইউনিয়নের স্বর্ণখালী ৬নং ওয়ার্ডের শরীফবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৪ এর একটি দল গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে মোঃ ইদ্রিস আলীর দক্ষিণ দুয়াড়ী ঘরের নিচ তলার একটি কক্ষ থেকে ৩কেজি ৫০০গ্রাম গাজাঁসহ দুই মাদক কারবারীকে আটক করে র্যাব। এই সময় তাদের কাছ থেকে গাজাঁ বিক্রির ৭০৫টাকা এবং ২টি বাটন মোবাইল জদ্ধ করেন র্যাব-৪। এই বিষয়ে র্যাব-৪সিপিসি-২এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে বেশ কিছুদিন যাবত ধরে পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করত।পরে তাদের নিজ ঘরে রেখে ধামরাই সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলো।আটককৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদক দ্রব্য নিয়তন্ত্র আইনে ৩৬(১)এর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮