আজ বুধবার ঈদুল আজহার দিনে একদম ফাঁকা হয়ে গেছে রাজধানী। পরিবার–পরিজনের সঙ্গে ঈদ করতে লাখো মানুষ রাজধানী ছাড়ায় ঢাকার কোথাও যানজট নেই, মুহূর্তেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া যাচ্ছে।এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধি ও ঈদের এক দিন পর কঠোর বিধিনিষেধ দেওয়ায় অনেকেই ঢাকায় ঈদ করছেন। এর বাইরেও নানা কারণে এবার ঢাকায় ঈদ করছেন অনেকে। এ ছাড়া ঢাকার স্থায়ী বাসিন্দারা তো রয়েছেনই।করোনাভাইরাসের প্রকোপের আগে দুটি ঈদ ছাড়া ঢাকা ফাঁকা থাকার দৃশ্যের দেখা মিলত না।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনা শনাক্ত হলে কিছুদিন সুনসান ঢাকার দেখা মিলেছিল। তারপর থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে কঠোর বিধিনিষেধ ঘোষণা করলে প্রথম এক–দুই দিন ফাঁকা থাকলেও পরের সময়গুলোয় রাস্তায় যানজট লেগে থাকতে দেখা যায়।