ঢাকার ধামরাইয়ে ১ গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব-৪। শনিবার (১৯জুলাই)দিনগত রাতে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া মামুন ব্রিকস এর সামনে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জহিরুলের বাড়ী ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের উত্তর হাতকোড়া গ্রামের মোঃ তুলামিয়ার ছেলে। র্যাব সূত্রে জানাজায়. ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৪ অভিযান চালায় এই সময় গাজা বিক্রি কালে মোঃ জহিরুল ইসলামকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এই বিষয়ে র্যাব-৪সিপিসি-২এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছে যে বেশ কিছুদিন যাবত ধরে পরস্পর যোগসাজসে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করত।পরে তাদের নিজ ঘরে রেখে গাংগুটিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলো।আটককৃত জহিরুলের বিরুদ্ধে ধামরাই থানায় মাদক দ্রব্য নিয়তন্ত্র আইনে ৩৬(১)এর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।