খুলনার পাঁচ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্ত ৪জন ও উপসর্গে ৪জন মোট ৮জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৪জন এবং সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দু’জনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে চারজন উপসর্গে। করোনায় মৃতরা হলেন- নগরীর রায়পাড়া এলাকার ফজলুর রহমান (৭০), টুটপাড়ার সাহিদা বেগম (৬২), ঝিনাইদহের কোটচাদপুরের বজলুল হুদা (৬৫) ও একই এলাকার পাশপাতিয়া এলাকার আব্দুর রহমান (৪৬)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১০৯ জন।
যার মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়ালো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন। খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার দৌলতপুরের পাবলা এলাকার তাহমিনা বেগম (৮৪), বাগেরহাট জেলার ফকিরহাটের গাউস শেখ (৬৫) ও নড়াইল জেলার কালিয়ার কলাগাতী এলাকার নয়ন ঘোষ (৩৫)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন।
তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু
রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- নগরীর হাজী মহসিন রোডের আবুল বাশার ফারাজী (৫৫)। চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন, তার মধ্যে ১৭ জন পুরুষ ও ১৬ জন মহিলা। সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃত বক্তিরা হলেন- খুলনার ১৭৮, বাগমারা মেইন রোডের শিখা রাণী রায় (৫৫) ও ডুমুরিয়ার থুকড়া শাহপুরের আফিয়া খানম (৩৫)। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৯ জন ভর্তি রয়েছেন। এছাড়া গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ৪জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- ডুমুরিয়ার পলাশ সরকার (৩৬), নগরীর টুটপাড়ার তারিকুল ইসলাম (৬৩), নগরীর ধর্মসভার সপ্না বেগম (৪২) ও দৌলতপুরের মাহবুবা বেগম (৪২)। এদিকে, রোববার রাতে খুমেক আরটি-পিসিআর ল্যাবে ৩৭৭টি নমুনা যার মধ্যে খুলনার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ১১২, মাদারীপুরের ও দিনাজপুরের একজনের করে করোনা শনাক্ত হয়।