ঢাকার ধামরাইয়ের ললিতনগর এলাকায় ৩০বছরের পুরনো রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক ব্যাক্তির বিরুদ্ধে। সোমবার(২৬জুলাই)বিকেলে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের ললিতনগর এলাকার লোকজন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন করেন। এলাকার লোকজন বলেন,ময়ছের আলীর মেয়ের জামাই মোঃ সাগর,আব্দুল খাঁ এর ছেলে মোঃ মজিবুর খাঁ, শমশের আলীর ছেলে বাচ্চু মিয়া, হোসেন আলীর ছেলে আব্দুল গণি (৫০)। তারা নিজেদের প্রভাব খাটিয়ে ললিতনগর গ্রামের রাস্তা দখল করে বাড়ী নির্মাণ করে এলাকার লোকজনের চলাচলের ব্যাগাত ঘটিয়াছে বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে জাতীয় শ্রমিক লীগের ধামরাই উপজেলা সভাপতি ডা.মোঃ আবুল হোসেন(৬০)জানান, আমরা প্রায় ৩০ বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করে আসছি।এর আগে সাবেক চেয়ারম্যান ও মেম্বাররা এই রাস্তা সংস্কারের কাজ করেছেন।এই রাস্তা দিয়ে ললিত নগর ও বাথুলী দুই এলাকার প্রায় ৫হাজার লোকজন চলাচল করেন।কিন্তু অভিযুক্তরা প্রভাব খাটিয়ে রাস্তা দখল করেছে।আমরা প্রাসনের সহযোগিতা চাই যেন আমাদের এই রাস্তা দখল মুক্ত করে দেয়া হয়। ললিত নগরের বাসিন্দা আনিসুর রহমান সোহাগ বলেন,এই রাস্তা দিয়ে আমরা দুই গ্রামের প্রায় ৫ হাজার লোকজন চলাচল করি।কিন্তু স্থানীয় কয়েক জন মিলে এই রাস্তাটি দখল করে বাড়ী নির্মাণ করেছে।যার কারণে আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারছি না। তাই প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি রাস্তাটি দখল মুক্ত করে এলাকার লোকজনের চলাচলের উপযুক্ত করে দেয়া হোক। এই বিষয়ে অভিযুক্ত আব্দুল গণি বলেন, রাস্তার পাশে খাল ছিলো।সেই খাল ভরাট করে রাস্তা তৈরি করা হয়েছে।আর আগে রাস্তাটি আমার রেকর্ডীয় জমি উপরে ছিল।তাই নতুন রাস্তা হওয়াতে আমি আমার রেকর্ডীয় জমি দখল করেছি। আমি আমার রেকর্ডীয় জমি তো ছেড়ে দিবো না