করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশ ব্যাপী চলছে সর্বাত্নক কঠোর লকডাউন। লকডাউনে মানিকগঞ্জের চিত্র অন্যান্য দিনের চেয়ে ভিন্ন। রাস্তাগুলো ফাঁকা। কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। গোলড়া হাইওয়ে থানা পুলিশের কড়া নজরদারিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেক পোষ্ট।
জরুরি প্রয়োজন ব্যতিত রাস্তায় কাউকে থাকতে দিচ্ছে না আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা। গাড়ি থামিয়ে চালকের গন্তব্য ও বের হওয়ার কারণ জানতে চাচ্ছেন হাইওয়ে থানা পুলিশ। যৌক্তিক কারন দেখাতে না পারলে তাদেরকে আর সামনে এগোতে না দিয়ে ফিরিয়ে দিচ্ছে তারা। আবার বেপরোয়াদের গাড়ি আটক, কখনো মামলা দিয়ে ছেড়ে দিচ্ছেন তারা। এসময় গোলড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান সরকারের নিদের্শনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে আছি। এই করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে নিজ নিজ বাসায় অবস্থান করাটা আসলে সবার জন্যই মঙ্গল। তারপরও যারা নিতান্তই জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদের তথ্য যাচাইবাছাই করে ছেড়ে দেয়া হচ্ছে। আর অপ্রয়োজনে আইন ভেঙ্গে যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরকে কোন রকম ছাড় দেয়া হচ্ছে না।