ঢাকার ধামরাইয়ে জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারিকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।আটককৃতদের গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট মধ্য পাড়া মুকছেদ আলীর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পরদিন আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। আটককৃতরা হলো, মৃত নাজিমুদ্দিন এর ছেলে হুমায়ুন কবির (৩০), মৃত নূরুল ইসলামের ছেলে শিবলু আহমেদ (৩০), মৃত খালেক মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (৩২), মৃত তারা মোল্লার ছেলে শামিম মোল্লা (৩৫), মৃত দুলু মিয়ার ছেলে আবুল হোসেন (৩২), মৃত কদ্দুস মিয়ার ছেলে মোঃ রাকিব (৪০)।সকলের বাড়িই চৌহাট এলাকার মধ্য পাড়া।
ধামরাই কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান,গতকাল রাত আটটার দিকে ধামরাইয়ের চৌহাট মধ্য পাড়া মুকছেদ আলীর বাড়ি থেকে তাদের জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।মামলা নং-২৬। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।