ধামরাই উপজেলার পশ্চিম বরাটিয়া গ্রাম থেকে ১০ পিচ ইয়াবাসহ সাদেকুর রহমান ওরফে সাদেক(২১) কে আটক করে থানা পুলিশ। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর ১০( ক) ধারায় একটি মামলা হয়েছে। মামলা নং-৩০।
পুলিশ সুত্রে জানা জায় দীর্ঘ দিন যাবত সে ইয়াবা ব্যাবসার সাথে জড়িত । সাদেকুর রহমান বরাটিয়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। আটক করার সময় তার সাথে থাকা একটি পুরাতন Apache RTR 150 cc blue colour মোটর সাইকেল, যাহার চেসিস নং MD624HC15G 2A18648, ইঞ্জিন নং C1A6212790 জব্দ করা হয়। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।