গতকাল রোববার (১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ ও ২৮ আগস্ট দুই দিন সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের (দশম গ্রেড) মৌখিক পরীক্ষা গত ২৬ জুন ও ৩ জুলাই হওয়ার কথা ছিল।
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ পরীক্ষা স্থগিত করেছিল পিএসসি।সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের কাগজপত্রের এক সেট মূল কপি, এক সেট সত্যায়িত ফটোকপিসহ অন্য কাগজপত্র মৌখিক পরীক্ষা বোর্ডে আধা ঘণ্টা আগে জমা দিতে হবে। এ ছাড়া অন্যান্য নির্দেশনা পিএসসির।