ঢাকার ধামরাইয়ে অসুস্থ সাংবাদিক মোঃ হুমায়ুন রশিদকে মঙ্গলবার(৩আগষ্ট)বেলা ৩টার সময় ধামরাই সরকারী হাসপাতালে দেখতে যান ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান। সাংবাদিক হুমায়ুন ধামরাই রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি ও বেসরকারী টিভি চ্যানেল বাংলা টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি। সে গুরুতর অসুস্থ অবস্থায় ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। এমন সংবাদের ভিত্তিত্বে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান সাংবাদিক হুমায়ুন রশিদকে দেখে তার পাশে থাকার কথা বলেন।
এসময় ধামরাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, ওসি তদন্ত মোহাম্মদ ওয়াহিদ পারভেজ,ওসি(অপারেশন)নির্মল কুমার দাস,ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান স্বপন, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ আব্দুর রউফ,রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ আদনান, সাধারণ সম্পাদক মোঃ সবুজ উপস্থিত ছিলেন। পরবর্তী চিকিৎসার জন্য পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন ওসি আতিকুর রহমান।সেইসাথে দেশের বৃত্তবান ব্যক্তিদেরও অসুস্থ সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহবান জানান ওসি