ঢাকার সাভারে সিঙ্গার ইলেকট্রিনিক্সের একটি ওয়্যারহাউসের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল ৮টা ২০মিনিটে রাজফুলবাড়ীয়া জোরপুল এলাকায় সিঙ্গার ওয়্রারহাউসে ৮তলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে সাভার উপজেলার ফায়ার সার্ভিসের, ডিইপিজেড ফায়ার সার্ভিস,হেমায়েতপুর চামড়া শিল্প নগরীর ফায়ার সার্ভিসের ১২ ইউনিট অগ্নিনির্বাপণের কাজ করছে বলে জানাগেছে।
এই ঘটনায় ঢাকা-আরিচার মহাসড়কের রাজফুলবাড়ীয়া এলাকায় সকল ধরণের যানচলাচল বন্ধ রয়েছে বলে সুত্র জানায়। প্রথমিক ভাবে ধারণা করা হয়েছে সাভার সিঙ্গার ওয়্যারহাউস কারখানায় এয়ার কন্ডিশন (এসি) মেশিন তৈরি করা হত। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জহিরুল ইসলাম দৈনিক সানরাইজ বাংলাকে জানান আজ সকাল ৮টা ২০মিনিটে সিঙ্গার ইলেকট্রিনিক্সের একটি ওয়্যাারহাউসের ৮ তলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিইপিজেডের ও চামড়া শিল্পের ফায়ার সার্ভিস এবং সাভার ফায়ার সার্ভিসের প্রায় ১২টি ইউনিট করছে।তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় এখন পর্যন্ত নিয়তন্ত্রে আনা সম্বব হয়নি। তবে আশা করি তাড়াতাড়ি নিয়তন্ত্রে চলে আসবে। এই আগুনের সুত্রপাত তাৎক্ষণিক ভাবে নির্ণয় করা যায়নি। আগুন নিয়তন্ত্রে পর বিস্তারিত বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।