ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদারের বাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক পুলিশ কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলিবিদ্ধ হন মেহেদী। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেছেন, ‘কনস্টেবল মেহেদীর থুতনিতে গুলি লাগে। এতে তিনি মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি করতে পারেন। মেহেদী ওই বাসার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।’
মেহেদী হাসানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। তিনি মিল ব্যারাকে থাকতেন। / রাই