ঢাকার ধামরাইয়ে করোনা ভ্যাকসিন ক্যাম্পেইনের গণটিকা কার্যক্রম ভার্চুয়ালের মাধ্যমে উদ্ধোধন করেন ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহম্মদ। আজ শনিবার (৭আগষ্ট) সকাল ৯টার সময় ধামরাই পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নের এক যোগে গণটিকা কার্যক্রম উদ্ধোধন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন,ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেখ নরুল আলম চয়ন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা, আবাসিক মেডিকেল অফিসার আহম্মেদ তিতাস,ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমানসহ উপজেলার সকল চেয়ারম্যানগণ ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন। এই বিষয়ে ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা বলেন, প্রাথমিক পর্যায়ে আজ এক দিনের জন্য সারা উপজেলায় ১০হাজার ২০০ জনের টিকা দেওয়া হয়েছে। আগামী ১৪তারিখের পর সরকারী সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সকলকে টিকা দেওয়া হবে। এই বিষয়ে ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, করোনার টিকা ক্যাম্পেইন কার্যক্রম উদ্ধোধন করে উপজেলার প্রতিটি ক্যাম্পেইন ঘোরে পরিদর্শন করেছি। এতে মানুষ অনেক উৎসাহ নিয়ে টিকা গ্রহণ করতেছে।