ধামরাইয়ে লকডাউনের আইন ভঙ্গ করে দোকান খোলা রাখায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৫টি মামলায় ১ লক্ষ ১৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার(৭আগস্ট)বিকালে ধামরাই বাজারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম চয়ন। সরকারী বিধিনিষেধ অমান্য করে(লকডাউনে)ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ধামরাই বাজারের রোবানা ইলেকট্রনিক্স নামে এক দোকান মালিককে ১১৫০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও স্বাস্থ্যবিধি অমান্য করে মাক্স ছাড়া ঘুরাঘুরি করায় কয়েকজনকে জরিমানা করা হয়।সব মিলিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি মামলায় জরিমানা করা হয় মোট ১,১৫,৮০০টাকা।অভিযানে সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শেখ নুরুল আলম চয়ন বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর লকডাউন পালন করা হচ্ছে। লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। যতদিন লকডাউন থাকবে ততদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে।