ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ দূষণকারী দুটি সীসা কারখানা পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার(৮আগস্ট)বিকেলে ৫টার সময় উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী।
এসময় অবৈধ দুইটি সীসা কারখানার সকল সরঞ্জামাদি পুড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন,এখানে অবৈধভাবে সীসা কারখানা গড়ে তোলা হয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সব সরঞ্জামাদি পুড়িয়ে দেয়া হয়েছে। তবে অভিযানের আগেই প্রতিষ্ঠানের মালিক পালিয়ে যায়। তিনি আরও বলেন,এখানে খোলা মাঠে কোনোরকম আইনের তোয়াক্কা না করেই এ সকল কারখানা গড়ে উঠেছিল,যা পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। সীসা কারখানার বিষাক্ত গ্যাসে আশপাশের গাছপালা পর্যন্ত পুড়ে মারা গেছে।আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার মানুষের ফসল নষ্ট হচ্ছিল। এছাড়া অনেকের গরু মারা যাচ্ছিলো।পরিবেশ দূষণীয় সকল প্রকার অনুমোদনহীন কারখানায় পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। এসময় তার সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলো।