ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৮আগষ্ট)বেলা২ টার সময় ধামরাই উপজেলার অডিটরিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়। এই সময় মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষ থেকে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্বে বেনজির আহম্মদ বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালে এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫আগষ্ট কালরাতে পরিবারের অন্য সদস্যদের সাথে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে।বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসাবে দীর্ঘকাল তার পাশে থেকে সাহস যোগিয়েছিলেন। তিনি জাতীরজনক বঙ্গবন্ধুকে সব সময় মানুষের কল্যানে কাজ করার প্রেরণা যোগিয়েছেন। তিনি কিছুতেই নিজের অবস্থান থেকে সরে দাড়াঁন নাই। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা ঢাকা জেলা ্আওয়ামী-লীগের সভাপতি মাননীয় এমপি আলহাজ্ব বেনজির আহম্মদ,ধামরাই উপজেলা সহকারী(ভুমি) মোঃ শেখ নরুল আলম চয়ন,ধামরাই পৌর আওয়ামী-লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজউদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম।