টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনলাইন পোল প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সম্মাননা পত্র এবং ক্রেস্ট বিতরন অনুষ্ঠান।উক্ত প্রতিযোগীতায় ভুঞাপুর ব্লাড ব্যাংক ১ম স্থান, হিউম্যানিটি ব্লাড ফাইন্ডেশন ২য় স্থান,আন্তরিক ফাউন্ডেশন ৩য় স্থান এবং ছাওয়ালী ফ্রেন্ডস ক্লাব ৪র্থ স্থান অর্জন করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা বিপ্লব দত্ত পল্টন,প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল,সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সহ-সভাপতি বাবুল হোসাইন,সাধারন সম্পাদক মোহিদুল ইসলাম মোহিদ,সিনিঃযুগ্ম-সম্পাদক তুহফাতুল ইসলাম জাদিদ,যুগ্ম-সম্পাদক মোঃ হাবিবুল্লিহ,সাংগঠনিক রিফাত আহমেদ,দপ্তর সম্পাদক আলামিন সিয়াম,ব্লাড বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারেক,নারী ও শিশু সম্পাদক উর্মি আক্তার,সমাজ কল্যান সম্পাদক মৌ আক্তার,সহ-ব্লাড বিষয়ক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়,ক্রীড়া সম্পাদক যুবরাজ খান অনিক,কোষাধ্যক্ষ শারমিন শিমু, শিক্ষা বিষয়ক সম্পাদক দিপা মনি প্রমুখ।