কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনা প্রতিরোধে আলোচনা সভা ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কুষ্টিয়া বড় বাজার ব্যবাসয়ী সমিতির কার্যলয়ে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোকারম হোসেন মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক, কৌশিক আহমেদ , কার্যনির্বাহী সদস্য মোঃ জহুরুল ইসলাম সহ ব্যবসায়ী নেত্বী বৃন্দ।
এসময় বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, বড় বাজার দোকান মালিকের উদ্দেশ্য করে বলেন সবাই সরকারি নির্দেশ মেনে ব্যবসা পরিচলনা করতে হবে ও স্বাস্থ্য বিধি মেনে এবং যে সব দোকন মালিক কর্মচারী ভ্যাক্সিন দেন তারা খুব তাড়াতাড়ি ভ্যাক্সিন নিবেন। সভা শেষে ব্যবাসীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।