সাভারে মিন্টু চন্দ্র বর্মন নামে নিখোঁজ এক কলেজ শিক্ষকের খন্ডিত মরদেহ উদ্ধার করেছে র্যাব। এঘটনায় হত্যাকারী মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।তবে মরদেহের খন্ডিত অংশ উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চলছে বলে নিশ্চিত করেছে র্যাব।নিহত মিন্টু চন্দ্র বর্মন সাভার রেসিরডনশিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।
নিখোঁজ মিন্টু চন্দ্র বর্মন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের শরত বর্মনের ছেলে। র্যাব-৪সিপিসি-২এর কমান্ডার লে.কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন,গত ২২জুলাই আশুলিয়া থানায় ওই শিক্ষক নিখোঁজের জিডি করেন তার পরিবার।ওই ঘটনায় র্যাব পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে।নিখোঁজ ওই শিক্ষকের খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।হত্যাকারী মূলহোতাসহ তিনজন গ্রেফতার করা হয়েছে।খন্ডিত বাকী অংশ উদ্ধারে এখনো অভিযান চলছে।