ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ১১দিনপর মোঃ শাহাদাৎ হোসেন(২৪)নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। আজ বহস্পতিবার(১২আগষ্ট)সকালে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমরাইল পূর্বপাড়া একটি পরিত্যাক্ত ভিটা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত শাহাদাৎ হোসেন বারুইপাড়া ওয়ালটন শোরুমে চাকরি করতেন। নিখোঁজ শাহাদাৎ হোসেন ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমরাইল গ্রামের কহিনুরের ছেলে। ভুক্তভোগি ও পুলিশ সুত্রে জানাযায়,গত পহেলা আগষ্ট শাহাদাৎ হোসেন বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর দুইদিন পর তার নিজ মোবাইল ফোনে কথা বলে তার মার সাথে। বলে আমার অফিস বন্ধ তাই আমি কয়দিন পর বাড়ীতে আসবো।এর পর থেকে শাহাদাৎ হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।পরে তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে কালিয়াকৈর থানায় পহেলা আগষ্টের তারিখ দিয়ে একটি জিডি করনে তার পরিবার।পরে আজ সকালে আমরাইল গ্রামের পূর্বপাড়া একটি পরিত্যাক্ত ভিটা থেকে কাঁচা পাটের রশি দিয়ে গাছের সাথে বাধাঁনো অবস্থায় শাহাদাৎ হোসেনের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে এলাকবাসি পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, আজ সকালে আমরাইল গ্রাম থেকে যুবকের একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।তবে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে এটা মনে হয় কেউ মেরে গাছের সাথে ঝুুলিয়ে রেখেছে।তবে ময়না তদন্তের রির্পোট পেলে বলা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে।